প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল নতুন দিল্লিতে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনলজি ইনোভেশন কনক্লেভ (ESTIC) 2025-এর উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ১ লক্ষ কোটি টাকার গবেষণা ,উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্প তহবিলের সূচনা করবেন। দেশের গবেষণার বাতাবরণকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই তহবিল তৈরি করা হচ্ছে। তিনদিনের কনক্লেভ শেষ হবে আগামী ৫ নভেম্বর। ESTIC 2025 এ প্রায় তিন হাজার বিজ্ঞানী,অধ্যাপক এবং শিল্পজগতের লোকজন অংশগ্রহণ করবেন। বিভিন্ন বিষয়ে আলোচনা,সেমিনারের পাশাপাশি প্রযুক্তি প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। ESTIC 2025-এর মূল লক্ষ্য, শিল্পজগতের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনের নিবিড় সংযোগ গড়ে তোলা।
Site Admin | November 2, 2025 1:39 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল নতুন দিল্লিতে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনলজি ইনোভেশন কনক্লেভ 2025-এর উদ্বোধন করবেন