প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ সে রাজ্য সফর করবেন। তাঁর এই সফরে শ্রী মোদী ১৪ হাজার ২৬০ কোটি টাকারও বেশি এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন।
প্রধানমন্ত্রী দিল কি বাত- উদ্যোগের অঙ্গ হিসেবে নব রায়পুর অটলনগরে শ্রী সত্যসাঁই সঞ্জীবনী হাসপাতালের গিফট অফ লাইফ কর্মসূচীর অঙ্গ হিসেবে সুস্হ হয়ে যাওয়া জন্মগত হৃদরোগে আক্রান্ত এমন আড়াই হাজার শিশু কিশোরের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। এরপর তিনি ব্রহ্মকুমারী শান্তি ঠাকুর আধ্যাত্মিক শিখন শান্তি ও ধ্যান কেন্দ্রের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নব রায়পুর অটলনগরে ছত্তিশগড় বিধানসভার নব নির্মিত ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন।