প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি গুজরাটের কেভাড়িয়ার একতা নগরে এক হাজার ১০০ কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন । এর মধ্যে আছে রাজপিপলায় বিরসা মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয়, গারুদেশ্বরে হস্পিটালিটি জেলার প্রথম পর্যায়, বামন বৃক্ষ বাটিকার সূচনা।
এছাড়াও, প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম, ক্রীড়া কমপ্লেক্স, শুলপানেশ্বর ঘাটের নিকটবর্তী জেটি সহ ১০ টি প্রকল্পের শিলান্যাস করেন।রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম টি গড়ে তুলতে খরচ হবে ৩৬৭ কোটি টাকা।
এর আগে শ্রী মোদী ২৫টি বৈদ্যুতিক বাস এবং ই-বাস চার্জিং ডিপোর উদ্বোধন করেন।এর জন্যে খরচ হয়েছে ৩০ কোটি টাকা।
এই প্রকল্প গুলির উদ্দেশ্য হল পরিবেশ বান্ধব পর্যটন, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং ওই অঞ্চলের আদিবাসী উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাওয়া।
উল্লেখ্য,দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গুজরাট পৌঁছেছেন।
শ্রী মোদী আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একতা দিবস প্যারেডেও অংশ নেবেন তিনি। এই বছর প্যারেডের প্রধান আকর্ষণ হল বিশেষভাবে প্রশিক্ষিত সারমেয়দের প্রদর্শনী।
 
									 
		 
									 
									 
									