মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 10:52 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ  মুম্বাইয়ে ‘মেরিটাইম লিডার্স কনক্লেভে’ বক্তব্য রাখবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ  মুম্বাইয়ে ‘মেরিটাইম লিডার্স কনক্লেভে’ বক্তব্য রাখবেন। ‘ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ-২০২৫’ -এ গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামের সভাপতিত্বও করবেন তিনি। মেরিটাইম অমৃতকাল ভিশন ২০৪৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। পরিবহন, বন্দর, জাহাজ নির্মান, ক্রুজ পর্যটন এবং সমুদ্র অর্থনীতি সংক্রান্ত অংশীদারদের একত্রিত করে উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অন্যতম আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে এই সম্মেলন। ৮৫টিরও বেশি দেশের এক লক্ষেরও বেশি প্রতিনিধি এবং আন্তর্জাতিক স্তরে সাড়ে তিনশোরও বেশি বক্তা এতে অংশ নেবেন। 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে মাত্র  ১১ বছরে ভারতের  সামুদ্রিক অঞ্চল, তার বন্দর ক্ষমতা  দ্বিগুণ করেছে। এর মধ্যে দিয়ে ভারত শুধুমাত্র তার অগ্রগতিই‌ অক্ষুন্ন রাখছে না, অন্যদের পথ দেখাচ্ছে।