প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশিয়ান গোষ্ঠীর নেতৃবৃন্দ গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে আসিয়ান-ভারত সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দুই পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার পন্থাপদ্ধতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ঐক্য, আসিয়ান কেন্দ্রিকতা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার দৃষ্টিভঙ্গির প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ গৃহীত হওয়ায় তিনি আসিয়ান নেতাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, আসিয়ান-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) দ্রুত পর্যালোচনা আমাদের অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে সহায়ক হবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে শ্রী মোদী একে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন।