প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী, ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। তিনি আজ ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরই বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে। শুধুমাত্র ভৌগলিক বেড়াজালই নয়, ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি।
শ্রী মোদী বলেন, অনিশ্চয়তার এই সময়কালেও , ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। এই অংশীদারিত্ব পৃথিবী জুড়ে স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
 
									 
		 
									 
									 
									