প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাইশ-তম আশিয়ান -ভারত শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আসিয়ান নেতৃবৃন্দ আসিয়ান-ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন। একইসঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বিষয় নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রের প্রেক্ষিতে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আসিয়ান দেশগুলি গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ।
অন্যদিকে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালয়েশিয়ার কুয়ালালামরে বিংশশতিতম পূর্ব-এশিয়া শিখর সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন। এই শিখর সম্মেলন ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি ও বিকাশের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে আলোচনার সুযোগ করে দেবে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সম্ভব হবে।