প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রোজগার মেলার এই সপ্তদশ পর্ব উপলক্ষে এদিন ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই রোজগার মেলার মাধ্যমে ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন চাকরি প্রাপক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাকরি প্রাপকদের সাফল্য আসলে দেশের সাফল্য। আজকের দিনে এই নিয়োগপত্রের মাধ্যমে শুধুমাত্র সরকারি চাকরী তারা পাচ্ছেননা, বরং দেশ সেবার এক অমূল্য সুযোগ তারা লাভ করেছেন। একই উদ্যমে তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সততা এবং সচেতনতার মাধ্যমে নতুন কর্মপ্রার্থীরা দেশের ভবিষ্যত্ গঠনে নিজেদের ভূমিকা পালন করবেন। গত ১১ বছরে দেশ বিকশিত ভারত গঠনের সংকল্পে এগিয়ে চলেছে। এই লক্ষ্যে দেশের তরুণ প্রজন্ম বিরাট ভূমিকা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
এর আগে ‘বিকশিত ভারত যোজনার’ও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। যার লক্ষ্য দেশের প্রায় সাড়ে ৩ কোটি যুবক-যুবতীকে চাকরি দেওয়া।