মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:39 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত জঙ্গি হামলার পর চুপ করে বসে থাকে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত জঙ্গি হামলার পর চুপ করে বসে থাকে না। সার্জিক্যাল স্ট্রাইক ক’রে, এয়ার স্ট্রাইক করে, অপারেশন সিন্দুর ক’রে যোগ্য  জবাব দেয়। একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক শীর্ষ সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী এ-কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারতের থামার কোনও পরিকল্পনা নেই। বরং, ১৪০ কোটি ভারতীয় পূর্ণ গতিতে একযোগে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, গোটা বিশ্ব যখন বিভিন্ন বাধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তখন ভারতের অপ্রতিরোধ্য গতি নিয়ে কথা হওয়াই স্বাভাবিক।

প্রধানমন্ত্রী বলেন, ভারত পাঁচ ভঙ্গুর অর্থনীতির মধ্যে থেকে বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতিতে উঠে এসেছে। তিনি বলেন ভারত আজ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। চিপ নির্মাণ থেকে শুরু ক’রে জাহাজ নির্মাণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশ আজ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সমগ্র বিশ্ব আজ ভারতকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল এবং স্থিতিশীল অংশীদার হিসেবে দেখছে বলেও শ্রী মোদী মন্তব্য করেন।।

প্রধানমন্ত্রী সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন।