প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড হরিনী অমরসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, তাঁর এই সফর, ভারত শ্রীলঙ্কার ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। চলতি বছরের এপ্রিলে তাঁর শ্রীলঙ্কা সফরে সর্বস্তরে সহযোগিতা সহ রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকেসঙ্গে আলোচনার কথাও স্মরণ করেন শ্রী মোদী।
দুই নেতা, শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন বিকাশ সহযোগিতা এবং মতস্যজীবিদের কল্যাণ সহ একাধিক বিষয়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করেন।