প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কূর্নুলে ১৩ হাজার ৪শো৩০ কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উতসর্গ করেছেন। শিল্প, বিদ্যুৎ পরিবহণ, সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এর মধ্যে রয়েছে। এক জনসভায় প্রধানমন্ত্রী স্বচ্ছ জ্বালানী এবং বিদ্যুতের সহজলোভ্যতা ক্ষেত্রে ভারতের অগ্রগতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং মাথাপিছু বিদ্যুৎ খরচ ১৪শো ইউনিট পর্যন্ত বেড়েছে। এ ধরনের সাফল্য দেশের শক্তিক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরী করেছে। (বাইট- মোদী)
দেশের সামগ্রিক বিকাশের জন্য রায়ালসীমা এবং অন্ধ্রসীমান্ত এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি এস টি সংস্কারের ফলে ৮ হাজার কোটি টাকার সঞ্চয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী, প্রযুক্তিগত দিক থেকে অন্ধ্রপ্রদেশের উদ্যোগের প্রশংসা করেন। কুর্নুলকে ভারতের ড্রোন হাব হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, ড্রোন শিল্প, বিভিন্ন ভবিষ্যতমুখী ক্ষেত্রের দরজা খুলে দেবে। এ ব্যাপারে অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। স্বাধীনতার শতবর্ষে ২০৪৭ সালের মধ্যে দেশ প্রকৃত অর্থেই বিকশিত ভারত হয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী আজ সকালে একদিনের সফরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে পৌঁছান। শ্রীশৈলমে শ্রী ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী বর্লা দেবস্থানমে প্রার্থনা করেন তিনি। এই মন্দিরটি ১২টি জ্যোতির্লিঙ্গ এবং ৫২টি শক্তি পীঠের মধ্যে একটি। পরে, তিনি শ্রীশৈলমে শ্রী শিবাজী স্পূর্তি কেন্দ্র পরিদর্শন করেন।