প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশযাচ্ছেন। কুরনুলে ১৩ হাজার ৪৩০ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরউদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। শিল্প, বিদ্যুৎ সরবরাহ,সড়ক, রেল , প্রতিরক্ষা উৎপাদন, প্রেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রেএই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প পরিবেশ তৈরি, রাজ্যেরআর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হলো এই প্রকল্প। এইউপলক্ষে এক জনসমাবেশে ভাষণও দেবেন শ্রী মোদী। সফরকালে প্রধানমন্ত্রী নান্দিয়ালজেলায় শ্রী ভমোরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্হানমে পুজো দেবেন। শ্রী শৈলমে,শ্রী শিবাজী স্পুর্তি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি।
Site Admin | October 16, 2025 10:13 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
