মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 15, 2025 11:34 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অন্ধ্রপ্রদেশ যাবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অন্ধ্রপ্রদেশ যাবেন। তার এই সফরে তিনি নান্দিয়াল জেলার শ্রী শৈলমে শ্রী Bhramba মল্লিকার্জুন স্বামী ভার্লা দেবস্থানম দর্শন ও পূজার্চনা করবেন। পাশাপাশি তিনি শ্রী শৈলমে শ্রী শিবাজী স্পুর্তি কেন্দ্র দেখতে যাবেন। প্রধানমন্ত্রী কুর্নুলে ১৩ হাজার ৪-শো ৩০ কোটি টাকারও বেশি মূল্যের এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে শিল্প, বিদ্যুৎ সরবরাহ, সড়ক, রেল, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এই সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে আঞ্চলিক পরিকাঠামো, স্হানীয়ভাবে শিল্পায়ন এবং রাজ্যের আর্থ-সমাজিক পরিস্হিতির উন্নয়নে সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। শ্রী মোদীর সেখানে এক জনসভায়ও ভাষণ দেওয়ার কথা।