প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এবং ডাল উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে Mission for Atmanirbharata in Pulses প্রকল্প দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্যে ইতিবাচক বদল আনবে। তিনি বলেন, এই প্রকল্পগুলির ফলে স্বনির্ভরতা, গ্রামীণ এলাকায় কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষি উদ্ভাবনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে। নতুন দিল্লিতে গতকাল দেশের কৃষিক্ষেত্রের বিকাশে ৪২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থায় দ্রুত উন্নয়ন এবং সংস্কার সাধনের আশু প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
এনডিএ সরকারের শাসনকালে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, গত এগারো বছরে দেশের কৃষি রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে এবং খাদ্যশস্য উৎপাদন প্রায় ন’কোটি মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ফল ও সবজির উৎপাদন ৬৪০ লক্ষ মেট্রিক টনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ দুগ্ধ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মৎস্য উৎপাদনেও ভারতের স্থান বিশ্বে দ্বিতীয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে ছ’টি নতুন সার কোম্পানি স্থাপন করা হয়েছে এবং গত ১১ বছরে ২৫ কোটি কৃষককে সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। শ্রী মোদী বলেন, ধন ধান্য কৃষি যোজনায় দেশের পশুসম্পদের স্বাস্থ্যের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গবাদি পশুদের মুখ এবং খুরের চিকিৎসায় দেশজুড়ে ১২৫ কোটিরও বেশি টিকা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।