মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 11, 2025 4:57 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  নতুন দিল্লীতে, কৃষি ও সহায়ক  ক্ষেত্রে ৪২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  নতুন দিল্লীতে, কৃষি ও সহায়ক  ক্ষেত্রে ৪২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।  এর মধ্যে আছে কৃষি ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে  দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প – পি এম ধনধান্য যোজনা এবং ডাল শস্য  মিশনে আত্মনির্ভরতার সূচনা। ঐ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী , কৃষকদের সঙ্গেও মত বিনিময় করেন। কৃষক কল্যাণ, কৃষি ক্ষেত্রে স্ব-নির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্যে সরকারের অঙ্গিকারবদ্ধতারই প্রতিফলন  এই ২ টি প্রকল্প। এর জন্যে মোট ব্যয় বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকারও বেশি।

কৃষিক্ষেত্রে দেশের ১শোটি পিছিয়ে পড়া  জেলায় কৃষি উতপাদনশীলতা বৃদ্ধি, শষ্য বৈচিত্র গড়ে তোলা, সুসংহত কৃষি পদ্ধতি এবং উন্নত সেচ ব্যবস্থার জন্য ২৪ হাজার কোটি টাকার পি এম ধনধান্য কৃষি যোজনার সূচনা হয়েছে। অন্যদিকে। ১১ হাজার ৪শো কোটি টাকা ব্যায়ে সূচনা হয়েছে ডাল শষ্যে আত্মনির্ভরতা প্রকল্পের।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই দুই প্রকল্প দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য পরিবর্তন করবে। একবিংশ শতাব্দীতে দ্রুত বিকাশ এবং কৃষি ক্ষেত্রে সংস্কারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। এন ডি এ শাসনকালে একাধিক সাফল্যে কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গত ১১ বছরে ভারতের কৃষি রপ্তানী প্রায় দ্বিগুণ হয়েছে। খাদ্য শষ্যের উৎপাদন বেড়েছে অন্তত ৯ কোটি মেট্রিক টন। অন্যদিকে, ফল ও সবজি চাষ বৃদ্ধি পেয়েছে ৬শো৪০ লক্ষ মেট্রিক টনের বেশী। শ্রী মোদী বলেন, দুগ্ধ উৎপাদনে ভারত এই মুহুর্তে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে। মৎস্য উতপাদনেও দেশ রয়েছে দ্বিতীয় স্থানে।

প্রধানমন্ত্রী বলেন, পিএম ধনধান্য প্রকল্পের আওতায় একশোটি পিছিয়ে পড়া জেলায় কৃষি উন্নয়নের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হবে। এই জেলাগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর নির্বাচন করা হয়েছে। তিনি জানান, গত ১১ বছরে দেশে ৬ টি নতুন সার কোম্পানী গড়ে উঠেছে এবং ২৫ কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পরবর্তী প্রজন্মের জি এস টি সংস্কারের ফলে পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ায় কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী সর্বদা দেশের কৃষকদের স্বার্থকেই গুরুত্ব দিয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রবি শষ্যের ওপর নূণ্যতম সহায়ক মূল্য বাড়িয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এখনোপর্যন্ত ৩ লক্ষ ৯০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।  বর্তমানে দেশের কৃষকদের মধ্যে দেশীয় সরঞ্জাম ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।