ডাল শস্য উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প – পি এম ধনধান্য যোজনা এবং ডাল মিশনে আত্মনির্ভরতার সূচনা করবেন। ঐ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী , কৃষকদের সঙ্গেও মত বিনিময় করবেন। কৃষক কল্যাণ, কৃষি ক্ষেত্রে স্ব নির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্যে সরকারের অঙ্গিকারবদ্ধতারই প্রতিফলন এই ২ টি প্রকল্প। এর জন্যে মোট ব্যয় বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকারও বেশি।
কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে, ২৪ হাজার কোটি টাকার পি এম ধন ধান্য কৃষি যোজনার অধীনে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে, কম উৎপাদন হয়- দেশের এমন ১শোটি জেলায় সুসংহত কৃষি বিকাশ অভিযান চালানো হবে। জমিতে সেচের সুবিধা, শষ্য বৈচিত্র, সহজ শর্তে ঋন এবং শষ্য মজুত সুনিশ্চিত করাই প্রকল্পের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, ১১ হাজার কোটি টাকার ডাল শষ্যে আত্মনির্ভরতা প্রকল্পে অড়হড়, বিউলি এবং মুসুর সহ দেশের প্রধান প্রধান ডালের উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ নজর দেওয়া হবে। এর অধীনে কেন্দ্রীয় সংস্থাগুলি, নিবন্ধীকৃত কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে একশো শতাংশ ডাল কিনবে। চাষের এলাকা বাড়ানো এবং উন্নত মানের উৎপাদন নিশ্চিত করার বিষয়েও , মিশন কাজ করবে। মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্প আগামী দিনে শুধুমাত্র দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করবে তাই নয়, ডাল উৎপাদনে স্ব নির্ভরতা গড়ে তোলার কাজেও সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কৃষক, কৃষি উৎপাদক সংগঠন, সমবায় সমিতি এবং উদ্ভাবকদের অনবদ্য কাজের জন্য সম্মানিত করবেন। একই সঙ্গে কৃষি পরিকাঠামো তহবিল, পশুপালন, মতস্যচাষ এবং খাদ্য প্রক্রিয়াকরনের সঙ্গে সম্পর্কযুক্ত শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।