প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করবেন। ‘ভিশন ২০৩৫’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত-ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন দু’দেশের প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, জলবায়ু এবং জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং দু-দেশের জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচী ও উদ্যোগের ১০ বছরের সময় নির্দিষ্ট রূপরেখাই হল- ‘ভিশন ২০৩৫’ । ভারত-ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তি CETA-র আওতায় শিল্পনেতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তাঁরা। মতবিনিময় করবেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও।
শ্রী মোদী এবং কিয়ের স্টার্মার আজ মুম্বাই-এ ‘ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এ অংশ নেবেন। নতুন উদ্যোক্তা, নীতি নির্ধারক, শিক্ষা ও শিল্প জগতের ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এবারে সম্মেলনের মূল ভাবনা- ‘উন্নত বিশ্বের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’।
উল্লেখ্য, দুদিনের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী গতকালই মুম্বাই পৌঁছন। তাঁর সঙ্গে রয়েছে ব্রিটেনের বাণিজ্যিক প্রতিনিধি দল।