মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 9, 2025 7:26 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাই-এ ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করবেন। ‘ভিশন ২০৩৫’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত-ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন দু’দেশের প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, জলবায়ু এবং জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং দু-দেশের জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচী ও উদ্যোগের ১০ বছরের সময় নির্দিষ্ট রূপরেখাই হল- ‘ভিশন ২০৩৫’ । ভারত-ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তি CETA-র আওতায় শিল্পনেতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তাঁরা। মতবিনিময় করবেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও।

সকাল ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার রাজভবনে সাক্ষাৎ করবেন। দুই নেতার মধ্যে বৈঠকের পর প্রকাশিত হবে যৌথ বিবৃতি। দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রী জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত সি ই ও ফোরামে অংশ নেবেন। ভারত- ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তি -CETAর অধীনে দুই নেতা বাণিজ্য ও শিল্প জগতের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন। এরপরে শ্রী মোদী এবং কিয়ের স্টার্মার আজ মুম্বাই-এ ‘ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এ অংশ নেবেন। নতুন উদ্যোক্তা, নীতি নির্ধারক, শিক্ষা ও শিল্প জগতের ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এবারে সম্মেলনের মূল ভাবনা- ‘উন্নত বিশ্বের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’।  

 উল্লেখ্য, দুদিনের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী গতকালই মুম্বাই পৌঁছন। তাঁর সঙ্গে রয়েছে ব্রিটেনের বাণিজ্যিক প্রতিনিধি দল।