প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন টেলিকম ক্ষেত্রে দেশের সাফল্যে আত্মনির্ভর ভারতের শক্তির প্রতিফলন ঘটেছে। আজ নতুন দিল্লির যশোভুমিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৫ এর উদ্বোধন করে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন,ডিজিটাল সংযোগ বর্তমানে কেবলমাত্র সমাজের ধনী ও উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নেই, তা প্রত্যেক ভারতীয়ের জীবনে অঙ্গ হয়ে উঠেছে। যে দেশে এক সময় ২জি পরিষেবা নিয়ে সমস্যা ছিল ,সেখানে প্রায় প্রত্যেক জেলায় ৫জি পরিষেবা দেওয়া হচ্ছে। শ্রী মোদী বলেছেন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বর্তমানে শুধুমাত্র মোবাইল ও টেলিকম ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই , এটি এশিয়ার বৃহত্তম ডিজিটাল প্রযুক্তির মঞ্চে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ বর্তমানে উদ্ভাবন ও প্রগতির মঞ্চ হিসাবে উঠে এসেছে।
অনুস্থানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ভারত বর্তমানে বিশ্বের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ক্ষত্রে অগ্রগন্য হয়ে উঠেছে। বর্তমানে দেশে ৯৪ কোটি ৪০ লক্ষ ব্রডব্যান্ড ইনটারনেট সংযোগ রয়েছে।বিশ্বের ২০টি দেশ ভারতের ডিজিটাল জন পরিষেবা মডেল গ্রহনে আগ্রহ প্রকাশ করেছে।
চারদিনের এই কংগ্রেসে টেলিকম ক্ষেত্রে আধুনিক্তম প্রযুক্তি প্রদর্সিত হবে। ১৫০টি দেশ এ ৪০০র বেশি টেলিকম কোম্পানি অংশগ্রহণ করছে।