প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৫-এর উদ্বোধন করেন। যশোভূমি কনভেনশন সেন্টারে আগামী শনিবার ১১ ই অক্টোবর পর্যন্ত চলবে এই সম্মেলন। আইএমসির এবারের থিম ইনোভেট টু ট্রান্সফর্ম অর্থাৎ উদ্ভাবন থেকে রূপান্তর।
আত্মনির্ভর ভারত এবং মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতার বিষয়টি মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাইবার নিরাপত্তা, সিক্স জি প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগকৃত্রিম মেধা, টেলিকম উত্পাদন এবং ইন্টারনেট ব্যবহারের ওপর এবারের সম্মেলনে আলোচনা হবে।
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন। এবারের সম্মেলনে ১৫০ টিরও বেশি দেশের প্রায় দেড় লক্ষ মানুষ ও ৪০০ টি কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।