প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন. দুদিনের সফরে তিনি আজই মহারাষ্ট্র যাচ্ছেন।
শ্রী মোদী বিকেল তিনটে নাগাদ নভি মুম্বই এ পৌঁছে দেশের বৃহত্তম এই পরিবেশ অনুকুল বিমানবন্দর প্রকল্পের উদ্বোধন করবেন। বছরে ৯ কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন এবং ৩০ লক্ষ মেট্রিক টনেরও বেশি পণ্য ওঠা নামা করানো যাবে। তবে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে বাণিজ্যিক উড়ান চলাচল শুরু হবে।
সফরকালে শ্রী মোদী ১২ হাজার ২০০ কোটি টাকা মূল্যের মুম্বই মেট্রো লাইনের 2B পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করবেন। এরফলে মুম্বই মেট্রো লাইন থ্রি-র সমগ্রটাই চালু হয়ে যাবে। সমস্ত পর্যায় মিলিয়ে ৩৭,২৭০ কোটি টাকার মুম্বই মেট্রো প্রকল্প নরেন্দ্র মোদী মুম্বইবাসীকে উৎসর্গ করবেন। মুম্বইয়ের পরিবহণ ব্যবস্থায় এই প্রকল্প গুরুত্বপূর্ন পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের প্রথম জন পরিবহণ অ্যাপ ‘মুম্বই ওয়ান’ এর উদ্বোধন করবেন। এই অ্যাপের মাধ্যমে ১১ টি পরিবহণ কার্যকরী সংস্থার সঙ্গে সংযোগ রাখা যাবে। মুম্বই সফরে শ্রী মোদী স্বল্প কালীন রোজগার সক্ষম প্রোগ্রামের সূচনা করবেন। এই প্রকল্প সরকারের ৪০০ টি আইটিআই ও সরকারি প্রযুক্তি বিদ্যালয়ে কার্যকর হবে।