প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৫-এর উদ্বোধন করবেন। যশোভূমি কনভেনসেন্ট সেন্টারে আগামীকাল থেকে ১১ ই অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে। অনুষ্ঠানে এবারের থিম ইনোভেট টু ট্রান্সফর্ম। আত্মনির্ভর ভারত এবং মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতাকে মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাইবার নিরাপত্তা, সিক্স জি প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগকৃত্রিম মেধা, টেলিকম উত্পাদন এবং ইন্টারনেট ব্যবহারের ওপর এবারের সম্মেলনে আলোচনা হবে। গতকাল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন। মনে করা হচ্ছে, এবারের সম্মেলনে প্রায় দেড় লক্ষ মানুষ অংশ নেবেন, এদের মধ্যে থাকবেন ৭ হাজার অতিথি এবং ৪০০-রও বেশি প্রদর্শনকারী।
Site Admin | October 7, 2025 9:09 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৫-এর উদ্বোধন করবেন।