প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুব কেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। শিক্ষা-দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞানভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আই টি আইগুলির মানোন্নয় ঘটিয়ে দক্ষতা ও কর্ম সংস্হান বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প – পিএম সেতুরও সূচনা করেন। এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে এক হাজারেরও বেশি সরকারী আই টি আইগুলির আধুনিকীকরণ করা হবে। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভারত দক্ষতা এবং জ্ঞানের পীঠস্হান। আর এই দুটি বিষয়ই হলো ভারতের প্রধান শক্তি।
প্রধানমন্ত্রী ৩৪-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪-টো নবোদয় এবং ২-শোটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ১২-শোটি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বিহারের জন্য মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং-সাহায্য ভাতা যোজনারও সূচনা করেন। এর আওতায় প্রতি বছর প্রায় ৫ লক্ষ স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রী ২ বছরের জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবে।