মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 4, 2025 11:13 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের  বিভিন্ন যুব কেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের  বিভিন্ন যুব কেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন। যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে এক ঐতিহাসিক উদ্যোগের অঙ্গ হিসেবে প্রধামন্ত্রী দেশজুড়ে ১ হাজারেরও বেশি সরকারী আই টি আই-এর আধুনিকীকরণের জন্য পি এম সেতু প্রকল্পেরও সূচনা করবেন।   বিহারে,  পুনর্গঠিত  মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ম সহায়তা ভাতা যোজনারও উদ্বোধন করবেন শ্রী মোদী। এর আওতায় পাঁচ লক্ষ স্নাতককে ২ বছরের জন্য ১ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এছাড়াও জন নায়ক কর্পূরি  ঠাকুর স্কিল ইউনির্ভাসিটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিশ্ববিদ্যালয়ে শিল্প ভিত্তিক এবং বৃত্তিগত শিক্ষামূলক পাঠ্যক্রম থাকবে।

বিহতায় এন আই টি পাটনার নতুন ক্যাম্পাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা এবং চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যসূচী ও গবেষণামূলক কাজেরও ভিত্তি প্রস্তর স্হাপন করার কর্মসূচী রয়েছে তাঁর।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩৪-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নবোদয় বিদ্যালয় ও একলব্য মডেল আবাসিক স্কুলের ১২০০টি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করবেন।

অন্যদিকে, কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আই টি আই-এর শীর্ষ স্হানাধিকারিদেরও সম্মানিত করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।