মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 30, 2025 9:58 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,  এনডিএ সরকার দেশে সুশাসনের একটি নতুন মডেল নিয়ে এসেছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,  এনডিএ সরকার দেশে সুশাসনের একটি নতুন মডেল নিয়ে এসেছে । পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন। এর জন্য বিজেপি কর্মীদের  সজাগ থাকার পরামর্শ দেন তিনি । দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে নবনির্মিত বিজেপি অফিস উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে, যেসব রাজ্যের ক্ষমতায় বিজেপি বিরোধী দলগুলি রয়েছে, সেখানে জিএসটি সংস্কারের সুফল জনগণের কাছে পৌঁচাচ্ছে কিনা সেটি দেখার জন্য দলীয় কর্মীদের সতর্ক থাকতে হবে।     

 তিনি বলেন, সুশাসনের আরেকটি শক্তিশালী দিক হলো সাধারণ মানুষের সঞ্চয় বৃদ্ধি এবং সেবা প্রদানের উপর গুরুত্ব দেওয়া। সরকার দক্ষভাবে পরিষেবা প্রদান এবং সাধারণ নাগরিকদের সঞ্চয় বৃদ্ধি — দুটি বিষয়েই গুরুত্ব দিচ্ছে।  ২০১৪ সালের আগে দুই লক্ষ টাকার বেশি আয় করলে করের আওতায় পড়ত, কিন্তু আজ, কোনও আয়কর না দিয়েই ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়।