মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 9:57 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কোনো কথা হয়নি, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে ন্যাটোর মহাসচিব মার্করটে যে বিবৃতি দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে ভারত জানিয়েছে। ন্যাটোরমহাসচিবের বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লীতে জানান, এধরনের কোনো বার্তালাপ দুই নেতার মধ্যে হয়নি। ন্যাটোরমত গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী সংগঠন অত্যন্ত বৃহত্ মাত্রায় তার দায়িত্ব পালন করবেএবং জনসমক্ষে বক্তব্য রাখার সময় সত্যতা বজায় রাখবে বলে ভারত আশা প্রকাশ করে। মার্কিনযুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যর্পনের বিষয় শ্রী জয়সওয়াল বলেন, চলতি বছরের বিশেজানুয়ারি থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৪১৭ জন ভারতীয় নাগরিককে ফেরতপাঠানো হয়েছে। ২৭ হাজার ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কাজ করছেন বলেও শ্রীজয়সওয়াল জানান। রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করা যেকোনোরকম প্রলোভোন থেকে নিজেদেরদূরে সরিয়ে রাখতে জোরালো আবেদন জানান শ্রী জয়সওয়াল। এধরনের প্রস্তাব বিপজ্জনক হতেপারে বলেও সতর্ক করে দেন তিনি।