প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ ও রাজস্হান সফর করবেন।
গ্রেটার নয়ডায় তিনি উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী-২০২৫-এর উদ্বোধন করবেন। রাজ্যের বহুমুখী শিল্পকলা, আধুনিক শিল্প প্রতিষ্ঠান, অতিক্ষুদ্র-ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ এবং নতুন উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরা হবে এই প্রদর্শনিতে। প্রদর্শনিতে থাকবে হস্তশিল্প সামগ্রী, বস্ত্র, চামড়ার তৈরি জিনিষ, কৃষিজাত পণ্য ইত্যাদি। চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
এরপর প্রধানমন্ত্রী রাজস্হানে পৌঁছে ১ লক্ষ ২২ হাজার ১-শো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। বনসওয়াড়ায় এক জনসভায় ভাষণ দেবেন তিনি। পিএম কুশুম প্রকল্পে সুবিধাপ্রাপকদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেডের মাহি-বনসওয়াড়া-রাজস্হান পারমাণবিক শক্তি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন শ্রী মোদী। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। ১৯ হাজার ২১০ কোটি টাকার পরিবেশ বান্ধব শক্তি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাসেরও কর্মসূচী রয়েছে তাঁর।