প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দিতে গুজরাট সফর করবেন। তিনি ভাবনগরে ৩৪ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী আকাশপথে ধোলেরা পরিদর্শন করবেন। বিকেলে, তিনি একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং লোথালে National Maritime Heritage কমপ্লেক্স পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সামুদ্রিক ক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী ৭,৮৭০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি ইন্দিরা ডকে মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল উদ্বোধন করবেন। তিনি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেনার টার্মিনাল, পারাদ্বীপ বন্দরে একটি নতুন কন্টেইনার বার্থ, কার্গো হ্যান্ডলিং সুবিধা, টুনা টেকরা মাল্টি-কার্গো টার্মিনাল এবং এন্নোরের কামরাজার বন্দরে অগ্নিনির্বাপণ সুবিধা ও আধুনিক সড়ক যোগাযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি চেন্নাই বন্দরের উপকূলীয় সুরক্ষার কাজ, কার নিকোবর দ্বীপে সমুদ্র প্রাচীর নির্মাণ, কান্ডলার দীনদয়াল বন্দরে একটি বহুমুখী কার্গো বার্থ ও পরিবেশ বান্ধব জৈব-মিথানল প্ল্যান্ট এবং পাটনা ও বারাণসীতে জাহাজ মেরামতের সুবিধার উদ্বোধন করবেন।
সামগ্রিক ও দীর্ঘস্থায়ী উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী গুজরাটের বিভিন্ন ক্ষেত্রের জন্য ২৬ হাজার ৩৫৪ কোটি টাকারও বেশি মূল্যের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।