প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে স্বদেশী মন্ত্রের উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন। মধ্যপ্রদেশের ধারে গতকাল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, যে সমস্ত পণ্য নাগরিকরা কেনা বেচা করছেন তা যেন অবশ্যই দেশে নির্মিত হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। উন্নত ভারতের ভবিষ্যতের জন্য স্বাধীনতার সময়ে মহাত্মা গান্ধীর প্রচলিত স্বদেশী নীতির উপর ভরসা করার কথা বলে শ্রী মোদী। তিনি আরও বলেন, এটা তখনই সম্ভব যখন দেশবাসী স্বদেশী জিনিসপত্র ব্যবহারের জন্য গর্ব বোধ করবে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী, মোবাইল ফোন, টিভি, রেফ্রিজেরেটর সমস্ত কিছুই যেন ভারতে তৈরি জিনিস হিসেবে দেশ বাসী ব্যবহার করে সে ব্যাপারে উৎসাহ দেন প্রধান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিস দেশীয় পদ্ধতিতে তৈরি হলে নাগরিকদের জন্য কর্মসংস্থানের দিক খুলে যাবে।
Site Admin | September 18, 2025 9:48 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে স্বদেশী মন্ত্রের উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন।
