প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মুম্বাই-এ জিও ওয়ার্লড কনভেনশন সেন্টারে আজ ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট-২০২৪’-এ যোগ দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থা প্রত্যেক ভারতবাসীর হাতের মুঠোয় পৌঁছে গেছে। এই মুহুর্তে খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা সম্ভব। কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির ফলে দেশের বাজার এবং অর্থ ব্যবস্থা চাঙ্গা হয়ে উঠেছে। ভারতের অর্থ প্রযুক্তির ক্ষেত্রে যে বৈচিত্র পরিলক্ষিত হয় তা’ দেখে আন্তর্জাতিক মহল বিস্ময় প্রকাশ করেছে।
Site Admin | August 30, 2024 8:04 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মুম্বাই-এ জিও ওয়ার্লড কনভেনশন সেন্টারে আজ ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট-২০২৪’-এ যোগ দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থা প্রত্যেক ভারতবাসীর হাতের মুঠোয় পৌঁছে গেছে।
