প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপি আজ সারা দেশে ‘সেবা পাখয়োরা’ বা ‘সেবা পক্ষ’ পালনের উদ্যোগ নিয়েছে। মহাত্মা গান্ধী এবং এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী চলবে। বিজেপি জানিয়েছে, প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রী মোদীর ভূমিকা অতুলনীয়।
এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যান্ত্রিক সরঞ্জাম (মেকানিকাল ইকুইপমেন্ট) বিতরণ করবেন এবং বিকেলে ‘নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ তাঁকে শুভেচ্ছা’ও জানিয়েছেন শ্রী মজুমদার। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, দেশ মাতৃকার প্রতি শ্রী মোদীর অনন্য সমর্পণ, নিরলস পরিশ্রম এবং অটল দেশভক্তি, কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে অশেষ প্রেরণার উৎস।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দুপুরে ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। এরপর কাঁচরাপাড়া রেল ময়দান এবং বনগাঁয় ‘নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে’ যোগ দেবেন।
অন্যদিকে ‘সেবা পক্ষ’ পালনের অঙ্গ হিসেবে ২১ তারিখ সারা দেশের সঙ্গে এরাজ্যের কলকাতা ও শিলিগুড়িতে ‘নমো ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশে ‘সুস্থ নারী সশক্ত পরিবার’ এবং অষ্টম রাষ্ট্রীয় ‘পোষণ মাহ’-এর সূচনা করবেন।