প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে আজ পূর্নিয়া জেলায় ৪০ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পাশাপাশি পূর্নিয়া বিমানবন্দরের নিউ সিভিল এনক্লেভে নব নির্মিত ইন্টারিম টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি। গুলাব বাগের শিশা বাড়িতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিহারবাসীর জীবন আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে ডাবল ইঞ্জিন সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। পূর্নিয়া এখন দেশের উড়ান মানচিত্রে অন্তর্ভুক্ত হয়ে গেল বলে জানিয়ে শ্রী মোদী বলেন, এই বিমানবন্দর থেকে দেশের অন্যান্য অংশে বিমান পরিষেবা শুরু হবে।
প্রধানমন্ত্রী আজ, জাতীয় মাখানা বোর্ডেরও উদ্বোধন করেছেন। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই বোর্ডের ঘোষণা করা হয়। সমাজ মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, মাখানা ও বিহারের মধ্যে সুদৃঢ় যোগাযোগ রয়েছে। জাতীয় মাখানা বোর্ডের মাধ্যমে মাখানা উৎপাদন ক্ষেত্রে কৃষকদের বিশেষ সুবিধা হবে। পরে জনসভায় শ্রী মোদী বলেন, এই বোর্ড, মাখানা উৎপাদন, ব্র্যান্ড ডেভলপমেন্ট, নতুন প্রযুক্তির ব্যবহার, ফসল সংগ্রহের পরবর্তী সময়ে ব্যবস্থাপনা আরো সুদৃঢ় করা রপ্তানী সহ নানা দিক পর্যালোচনা করবে।
শক্তি ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভাগলপুরে ২ হাজার ৪শো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুত কেন্দ্রের শিলান্যাস করেছেন। এছাড়াও ২ হাজার ৬শো ৮০ কোটি টাকা ব্যায়ে কোশি – মেচি আন্তঃ রাজ্য নদী যোগাযোগ প্রকল্পের প্রথম পর্বের শিলান্যাস করেছেন তিনি। এছাড়াও রেল ক্ষেত্রে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি শ্রী মোদি দানাপুর – যোগবানী বন্দেভারত এক্সপ্রেস সহ একাধিক নতুন ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন।