মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 15, 2025 9:54 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সেনা বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স এর  সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সেনা বাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স এর  সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  ভারতীয় সেনার ভুয়সী প্রশংসা করে বলেন, অপারেশন ‘সিন্দুর’-এ তাঁদের ভূমিকা ছিল অনন্য। শুধু প্রতিরক্ষা নয়, দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ একই সঙ্গে ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিশন ২০৪৭’ নথি উন্মোচন করেন। ওই নথিতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক ও প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান জেনারেল  অনিল চৌহান, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব-সহ আরও বেশ কয়েকটি মন্ত্রকের সচিবেরা সম্মেলনে যোগ দেন।

উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে তিন দিনের এই সম্মেলনের মূল ভাবনা—ইয়ার অব রিফর্মস: ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার’। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় সর্বোচ্চ স্তরের মত বিনিময় হবে এই সম্মেলনে। সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এটি এক গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক হয়ে উঠেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।