মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 14, 2025 5:28 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার জনবিন্যাস পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার জনবিন্যাস পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে। জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে , এটি একটি বড়ো চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।  এ প্রসঙ্গে সারা দেশে তিনি জনবিন্যাস মিশন শুরুর কথা উল্লেখ করেন।  প্রধানমন্ত্রী আজ অসমে ১৮ হাজার ৫০০ কোটি টাকারও  বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো এবং শিল্পোন্নয়ন  প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।  দরং জেলার মঙ্গলদৈ তে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন , ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল দেশ।  সেইসঙ্গে তিনি অসমকে দ্রুততম বিকাশশীল রাজ্যগুলির মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন।

 বিকশিত ভারতের লক্ষে দেশের উত্তর পূর্বাঞ্চলের  গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।  তাঁর সরকার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের দ্রুত যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছে বলেও শ্রী মোদী জানান।  
অনুষ্ঠানে ভূপেন হাজারিকার প্রশংসা করে তিনি বলেন, ভারতকে ঐক্যের কণ্ঠ দিয়েছেন শ্রী হাজারিকা। তাঁকে ভারতরত্ন প্রদান উত্তর-পূর্বের প্রতি তাঁর সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন করা উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল, জি এন এম স্কুল, বিএসসি নার্সিং কলেজ প্রভৃতি। এছাড়া যোগাযোগ ব্যবস্হার উন্নত করা এবং যানজট কমানোর লক্ষে গুয়াহাটি রিং-রোড স্হাপন করেন তিনি। পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর ওপর কুরুওয়া নারেঙ্গি সেতুর ভিত্তিপ্রস্তরও তিনি স্হাপন করেন। এই সেতু আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্হার উন্নত করবে।

প্রধানমন্ত্রী আজ ৯ হাজার ২৩০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো ও শিল্পোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন। এর মধ্যে রয়েছে, গোলাঘাটে ডুবালিগড় রিফাইনারী প্রকল্পের বায়ো ইথানল প্রাইভেট লিমিটেডের উদ্বোধন। এর লক্ষ্য পরিচ্ছন্ন শক্তির ওপর নির্ভরতা বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।