প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে ১৮ হাজার ৫৩০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো ও শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রথম অনুষ্ঠানটি হবে দরাং-এ, সেখানে শ্রী মোদী বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দরাং মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জিএনএম স্কুল ও বিএসসি নার্সিং কলেজ, যা এই অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এছাড়াও, তিনি গুয়াহাটি রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নগর এলাকায় গতিশীলতা বাড়ানোর পাশাপাশি, এই প্রকল্প ট্রাফিক জটিলতা কমাবে। এর পাশাপাশি, ব্রহ্মপুত্র নদীর উপর কুরুয়া-নারেঙ্গি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী।
এরপর, প্রধানমন্ত্রী গোলাঘাটে নুমালিগড় রিফাইনারি প্ল্যান্টে অসম বায়ো-ইথানল প্রাইভেট লিমিটেডের উদ্বোধন করবেন। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং এই অঞ্চলের সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের পথ আরো প্রশস্ত হবে।