মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 13, 2025 9:49 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনিপুরে শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের জন্য রাজ্যের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনিপুরে শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের জন্য রাজ্যের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একদিনের সফরে আজ সেরাজ্যে পৌঁছে চুরাচাঁদপুর জেলায় সাত হাজার তিনশো কোটি টাকার ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর পিস গ্রাউন্ডে এক জনসভায় শ্রী মোদী বলেন, মনিপুর হল প্রত্যাশা এবং উন্নয়নের ভূমি, কিন্তু জাতিগত  হিংসা এই রাজ্যকে গ্রাস করেছে।  শান্তি ছাড়া উন্নয়ন  কখনই সম্ভব নয় বলে মতপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাই মণিপুরের উন্নয়নে সাম্প্রদায়িক ঘৃণা, উত্তেজনা ও সংঘর্ষ বন্ধ হওয়া উচিত।      

প্রধানমন্ত্রী বলেন, চুরাচাঁদপুরে আসার পথে রাজ্যে হিংসার কারণে উদ্বাস্তু বেশ কিছু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সেসব পরিবারের মধ্যে যে বিশ্বাস ও প্রত্যাশা তিনি প্রত্যক্ষ করেছেন তা অবর্ননীয়। মানুষ এখন শান্তি এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী।  ভারত সরকার সর্বদা মণিপুরের মানুষের পাশে থাকবে এবং খুব শীঘ্রই রাজ্যে শান্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করেন শ্রী মোদী।

     রাজ্যে হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য সাত হাজার নতুন বাড়ি নির্মাণে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে এবং বিশেষ প্যাকেজ হিসেবে তিন হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যে সড়ক যোগাযোগ উন্নত করা এবং রেল বাজেট বৃদ্ধির উপর জোর দিয়েছে। ইম্ফল বিমানবন্দর উন্নয়নের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং চালু হয়েছে হেলিকপ্টার পরিষেবা।

তিনি বলেন, এক লক্ষের বেশি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে।  রাজ্যের পাঁচশোটি আদিবাসী গ্রামে উন্নয়নমূলক কাজকর্ম চলছে এবং রাজ্যজুড়ে ১৮টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় তৈরি হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।