প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশিলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। মণিপুরের ইম্ফলে একটি সভায় প্রধানমন্ত্রী বলেন, নেপাল, ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার। দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, বিশ্বাস এবং যৌথভাবে এগিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, শ্রী মোদী, শ্রীমতী সুশীলা কার্কিকে তা মনে করিয়ে দেন। সেদেশে শান্তি, স্থিতিশীলতা এবং বিকাশ ঘটবে এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শ্রীমতী সুশীলা নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেবিষয়টি মনে করিয়ে দিয়ে শ্রী মোদী বলেন, এটি নারী ক্ষমতায়নের একটি বড় উদাহরণ।
Site Admin | September 13, 2025 9:46 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশিলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন।
