September 13, 2025 3:53 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয় ফোর্ট উইলিয়ামে সোমবার প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশ আগামীকাল থেকে দুই দিন শহর জুড়ে ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয় ফোর্ট উইলিয়ামে সোমবার প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশ আগামীকাল থেকে দুই দিন শহর জুড়ে ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল দুপুর সাড়ে তিনটা থেকে রাত আটটা এবং সোমবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ট্রাম চলাচলের উপরেও নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া আগামীকাল সকাল ছটা থেকে সোমবার রাত দশটা পর্যন্ত রাজভবন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা ছাড়াও রাত দশটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত একাধিক রাস্তার দুই লেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।এই দুইদিন মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।