মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 12, 2025 8:55 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ১৫ তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে এমাসের ১৫ তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন।  মিজোরাম সফরকালে শ্রী মোদী ৯ হাজার কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৈরবি-সাইরাং-এর মধ্যে নতুন রেল লাইনের সূচনা করবেন তিনি। এরফলে ইতিহাসে প্রথমবার মিজোরামের রাজধানী আইজল, ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৫১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেললাইনটি তৈরি করা হয়েছে।

 

উল্লেখ্য, গুয়াহাটি, আগরতলা এবং ইটানগরের পর, আইজল হলো দেশের চতুর্থ উত্তর-পূর্বাঞ্চল রাজধানী শহর। যার সঙ্গে রেল যোগাযোগ স্হাপিত হচ্ছে। এরফলে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং পর্যটনের বিকাশ ঘটবে।

রেল মন্ত্রী আশ্বিনি বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী সাইরাং-দিল্লি-রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট তিনটি ট্রেনের উদ্বোধন করবেন। রবিবার থেকে একটি পণ্যবাহী ট্রেনও চালানো হবে। তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে উত্তর-পূর্বাঞ্চলের রেল প্রকল্পগুলির জন্য বরাদ্দ ছিল মাত্র দুই হাজার কোটি টাকা যা নরেন্দ্র মোদী সরকার পাঁচ গুণ বৃদ্ধি করেছে।

আগামীকালই শ্রী মোদী যাবেন মণিপুর, সেখানে তাঁর সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে  যোগ দেবেন শ্রী মোদী। এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন, সেখান থেকে পরিকাঠামো ও শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস  করবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন। কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্সদের ষড়োশ সম্মেলনের সূচনা করবেন তিনি।

এছাড়াও বিহার সফরে পূর্ণিয়া বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ছাড়াও জাতীয় মাখানা বোর্ড এবং পূর্ণিয়া শহরে প্রায় ৩৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন শ্রী মোদী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।