প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে “জ্ঞান ভারতম”-এর উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। শ্রী মোদী পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম “জ্ঞান ভারতম” পোর্টালেরও উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে একটি জমায়েতে তিনি বক্তব্য রাখবেন।
“পাণ্ডুলিপির ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার” এই বিষয়ে গতকাল তিন দিনের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ভারতের পাণ্ডুলিপি সম্পদকে পুনরুজ্জীবিত করার পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করা হয়। বিশিষ্ট ব্যক্তি, প্রযুক্তিবিদ সহ শীর্ষস্থানীয় আধিকারিকরা এই আলোচনায় অংশগ্রহণ করেন।