মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 10, 2025 2:39 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। নেপালের বর্তমান পরিস্হিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর  পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে।  পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালের ঘটনা দুঃখজনক। সে দেশে  যুব সম্প্রদায়ের প্রাণ হানিতে ক্ষোভ  প্রকাশ করে শ্রী মোদী  সেদেশে স্হিতিশীলতা, শান্তি ও উন্নয়নের  ওপর  বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এদিকে, নেপালের রাজনৈতিক পরিস্থিতি আজও উত্তপ্ত। এর প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো কাঠমান্ডু অব্দি চলাচলকারী সব বিমান পরিষেবা  স্থগিত রেখেছে। এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট আজ বন্ধ রেখেছে কাঠমান্ডূর বিমান পরিষেবা।   

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক, ভারতের পর্যটকদের আপাতত নেপাল  না যাওয়ার পরামর্শ দিয়েছে। সেদেশে থাকা ভারতীয়দের’ও সবরকম সতর্কতা বজায় রাখার পাশাপাশি খুব দরকার ছাড়া  বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি নেপালে ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলতে বলেছে মন্ত্রক।  

প্রতিবেশী দেশ নেপালে উদ্ভূত সঙ্কটের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে।