প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন। দুটি রাজ্যেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের কাজ পর্যালোচনা করবেন তিনি। প্রথমেই শ্রী মোদী যাবেন হিমাচলপ্রদেশের কাংরা জেলার ধরমশালায়। সেখানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত মানুষজনের সঙ্গেও কথা বলবেন শ্রী মোদী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এবং আপাদা মিত্র দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা আকাশপথেও ঘুরে দেখবেন শ্রী মোদী।
হিমাচল প্রদেশ থেকে প্রধানমন্ত্রী যাবেন বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে। গুরদাসপুরে পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বন্যা দুর্গত মানুষ এবং এনডিআরএফ, এসডিআরএফ ও আপাদা মিত্রের দলের সঙ্গেও মত বিনিময় করবেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রীর এই সফর ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা দুটি রাজ্যেই সঙ্কটের এই সময়ে ত্রাণ ও পুনর্বাসনের কাজে আরও গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।