প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ১৫ ই সেপ্টেম্বর কলকাতায় আসছেন। সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন ‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধন করবেন তিনি। তিনদিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকবেন তিন বাহিনী এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের আধিকারিকরাও।
আধুনিক প্রযুক্তি ও সংস্কারের মাধ্যমে কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলাপ আলোচনা হবে। বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে জানতে চাওয়া হবে তৃণমূল স্তরে বাহিনীর সমস্যা ও অভিজ্ঞতার কথা। জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা গড়ে তোলাই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্সকে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ব্রেনস্টর্মিং প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়, যেখানে দেশের শীর্ষ সামরিক ও অসামরিক নেতৃত্ব একসঙ্গে কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন।