মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 9:28 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে ইউক্রেনে সংঘাত নিরসন সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে ইউক্রেনে সংঘাত নিরসন সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক প্রচেষ্টার কথা এদিন ম্যাক্রোকে জানান প্রধানমন্ত্রী। উভয় নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা  রক্ষায় ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব বিশেষ অবদান রাখবে।

        আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণে সম্মত হওয়ায় শ্রী মোদী, রাষ্ট্রপতি ম্যাক্রোকে ধন্যবাদ জানান। সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদী ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও কথা বলেন। ভারত-ই-ইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত কার্যকর করা এবং India–Middle East–Europe Economic Corridor-এর প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে মতবিনিময়  করেন তাঁরা।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।