প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিনদিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছবেন। সফরকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লরেন্স ওং আগামী বৃহস্পতিবার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এই সফর উভয় দেশের পারস্পরিক অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বার্তালাপের সুযোগ ক’রে দেবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী ওংয়ের সফরকালে দুটি দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হবে। দক্ষতা উন্নয়ন, ডিজিটাল বিবর্তন,অসামরিক বিমান পরিবহণ, জাহাজ চলাচল সহ একাধিক গুরুত্বপূর্ন বিষয়ে স্বাক্ষরিত হবে এই চুক্তি।
উল্লেখ্য, দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উদযাপন করছে। গতবছর সেপ্টেম্বরে শ্রী মোদীর সিঙ্গাপুর সফর করেছিলেন।