মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2025 2:24 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে, এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে, এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন ক’রে শ্রী মোদী বলেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন ভারতে নির্মিত সবচেয়ে ছোট চিপ বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন আনবে।

প্রধানমন্ত্রী বলেন, তেলকে একসময় কালো সোনা বলা হলেও, চিপ হলো নতুন ডিজিটাল হীরক। তিনি বলেন, গত শতাব্দীতে তেলই বিশ্বকে চালনা করেছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে, এই ক্ষুদ্র চিপের মধ্যেই দেশের অগ্রগতির মূল ভিত্তি নিহিত রয়েছে। আন্তর্জাতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার সম্ভাবনা এই চিপের মধ্যে রয়েছে।

শ্রী মোদী বলেন, আগামী বছরগুলিতে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের অর্থনৈতিক বাজারমূল্য দশ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত যে গতিতে এগিয়ে চলেছে, তাতে বিশ্ব বাজারে অচিরেই গুরুত্বপূর্ণ স্থান নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সাল থেকে অনুমোদিত ১০টি সেমিকন্ডাক্টর প্রকল্পে ১৮০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিরল খনিজ পদার্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন বিশ্ব বলবে যে ভারতে পরিকল্পিত, ভারতে নির্মিত এবং সারা বিশ্বের কাছে আস্থাভাজন। সরকার শীঘ্রই সংস্কারের পরবর্তী ধাপ শুরু করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় অর্থনীতি সারা বিশ্বে চূড়ান্ত অনিশ্চয়তা সত্ত্বেও এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সমস্ত প্রত্যাশা ছাপিয়ে ৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সমস্ত প্রত্যাশা ও বিশ্লেষণের পরেও ভারত সামগ্রিকভাবে ভালো ফল করেছে।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন চালু হওয়ার পর থেকে গোটা বিশ্ব পূর্ণ আস্থার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে। তিনি জানান, দেশে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণ প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। তিনি প্রধানমন্ত্রীর হাতে প্রথম ‘মেড ইন ইন্ডিয়া চিপ’ও তুলে দেন। মন্ত্রী বলেন, কয়েক মাসের মধ্যে আরও দুটি উৎপাদন ইউনিট কাজ করা শুরু করবে।