প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীর যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫ এর উদ্বোধন করবেন। তিনদিনের এই সম্মেলনে দেশে শক্তিশালী, সুসংহত এবং স্থিতিশীল সেমিকন্ডাক্টর পরিমন্ডল গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হবে। ভারতের সেমিকন ইন্ডিয়া কর্মসূচী, উন্নত উৎপাদন, গবেষণা ও বিকাশে উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগের সুযোগ, রাজ্যস্তরীয় নীতি প্রণয়ন সহ একাধিক বিষয়ে অধিবেশনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী বুধবার এই সম্মেলনে মুখ্য কার্য নির্বাহী আধিকারিকদের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন।
উল্লেখ্য, ৪৮টি দেশের আড়াই হাজারেরও বেশী প্রতিনিধি সহ ২০ হাজারের অধিক অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দেবেন।