প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা দু’দেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষে আগামী দশকের জন্য একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। টোকিও-য় গতকাল শীর্ষ সম্মেলনের পর উভয় নেতা এই ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, পঞ্চদশ ভারত–জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। ভারত–জাপান বিশেষ কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেও তারা সহমত হয়েছেন।
বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, আগামী দশকের জন্য তারা যে রূপরেখা প্রণয়ন করেছেন, তাতে বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ, প্রযুক্তি, স্বাস্হ্য, মানুষে মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। আগামী ১০ বছরে জাপান থেকে ভারতে ১০ হাজার কোটি ইয়েন বিনিয়োগের বিষয়ও দুই দেশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে তিনি জানান।
 
									 
		 
									 
									 
									