প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্হা ব্যক্ত করেছেন, তার জাপান ও চীন সফর ভারতের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারকে আরও বেশি প্রাধান্য দেবে। এছাড়াও তা আঞ্চলিক ও আন্তর্জাতি শান্তি, স্হিতিশীলতা, নিরাপত্তা ও সুস্হায়ী উন্নয়নের লক্ষে ফলপ্রসূ সহযোগিতার ভিত্তি স্হাপন করবে।
জাপান সফর রওনা দেওয়ার আগে শ্রী মোদী আজ বিমান বন্দরে সাংবাদিকদের বলেন, ভারত – জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের ওপর আলোকপাত করা হবে তাঁর এই সফরে।
জাপানের প্রধানমন্ত্রী সিগেরু শিবা ও তিনি দু-দেশের অর্থনৈতিক, বিনিয়োগ সম্পর্কে সম্প্রসারণ, AIO সেমিকন্ডাক্টর সহ নতুন উদ্ভাবনী প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্কের নতুন সমীকরণ নির্ধারণের বিষয়ে জোর দেবেন। শ্রী মোদী আরও বলেন, তাঁর সফর দু-দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহ্যের বন্ধনকে আরও নীবিড় করে তুলতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী জানান, তিনি জাপান থেকে চীনের রাষ্ট্রপতি সি জিংপিং-এর আমন্ত্রণে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা গোষ্ঠী SCO-র সম্মেলনে যোগ দিতে শ্রী মোদী সেদেশে যাবেন। ভারতকে SCO-র সক্রিয় ও গঠনমূলক সদস্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, নতুন দিল্লি, গোষ্ঠীর অন্য সদস্য দেশের সঙ্গে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। এরফলে আঞ্চলিক সহযোগিতা আরও মজবুত হবে। সম্ভবপর হবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করাও। SCO-র সম্মেলনের ফাঁকে চীনা রাষ্ট্রপতি জিংপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্য নেতাদের সঙ্গে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে শ্রী মোদী উল্লে্খ করেন।