মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2025 8:14 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পাঁচদিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পাঁচদিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। আজ সন্ধ্যায় রওনা হয়ে সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জাপানে পৌঁছবেন।  পঞ্চদশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর অষ্টম জাপান সফর এবং সে-দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী ইশিবা ভারত – জাপান দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মানুষে-মানুষে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন। এই সফর দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিশেষ বন্ধনকে আরও মজবুত করবে।

সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এই সফরে, শ্রী মোদী, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা – SCO-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের পাশাপাশি, প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।